সাবের হোসেন চৌধুরীর আইনজীবী মোরশেদ হোসেন জানিয়েছেন, আর কোনো মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়নি। তিনি যে কোনো সময় মুক্তি পেতে পারেন।
পৃথক ছয়টি মামলায় সাবের হোসেন চৌধুরীর জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক আলমগীর হোসেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুই বছর আগে রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যার মামলায় সাবের হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ আজ মঙ্গলবার বিকেলে তাঁকে আদালতে হাজির করে জানায়, তিনি অসুস্থ। এরপর সাবের হোসেন চৌধুরীর আইনজীবীরা খিলগাঁও থানায় দায়ের করা চারটি এবং পল্টন থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত পৃথক ছয়টি মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন।
আইনজীবী মোরশেদ হোসেন বলেন, এখন পর্যন্ত ছয়টি মামলায় সাবের হোসেন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আদালতে সব মামলায় জামিননামা দাখিল করা হয়েছে। আর কোনো মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়নি। তাই যে কোনো সময় মুক্তি পেতে পারেন সাবের হোসেন চৌধুরী।
সাবের হোসেন চৌধুরীকে গতকাল রোববার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে আটক করে পুলিশ।