রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
22 C
Dhaka
Homeখেলাখারাপ খেলে ট্রল হয়েও অনেকে স্টার হয়েছে: তাইজুল

খারাপ খেলে ট্রল হয়েও অনেকে স্টার হয়েছে: তাইজুল

প্রকাশ: অক্টোবর ২১, ২০২৪ ১০:১৭

পাঁচ উইকেট নিয়েও সংবাদ সম্মেলনে আসা তাইজুল ইসলামকে বেশ কয়েকবার সাকিব আল হাসান প্রসঙ্গে উত্তর দিতে হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই সাকিবের সঙ্গে তার তুলনা হচ্ছিল। তাইজুলও যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। তবে একটা সময় প্রশ্ন করা হয় সাকিবের কারণে তিনি কী কিছুটা আড়ালে পড়ে গেছেন কি না। ঠিক সে সময় তাইজুল বললেন, ‘অনেকে খারাপ খেলেও ট্রল হতে হতে স্টার হয়ে যায়।’ অবশ্য এ কথার বিশ্লেষণ কিংবা ব্যাখ্যা হতে পারে অনেক কিছুই। তবে ঠিক কী কারণে এমন কথা বলেছেন তিনি, সেটা খোলাসা করেননি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনেই পাঁচ উইকেট নেন তাইজুল। এতে বাংলাদেশের হয়ে দ্রুততম ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। যদিও তার আগেই ২০০ উইকেট নেওয়ার কীর্তি আছে সাকিবেরও। তাইজুলের কীর্তিতে বারবার সাকিবের প্রসঙ্গ চলে আসে।

সাকিব থাকাতে কিছুটা বঞ্চিত ছিলেন কী না তিনি, এমন প্রশ্নে বাঁ হাতি এই স্পিনার বলেন, ‘বঞ্চিতের কিছু নেই। বিশ্বে অনেকে আছে, বড় খেলোয়াড় ছিল, তারা খেলার সময় অন্যরা সুযোগ কম পেত। মুরালিধরনের সময় হেরাথ খেলতে পারেনি। হেরাথ অনেক উইকেট পেয়েছে, দীর্ঘদিন খেলেছে। আমিও ইনশাআল্লাহ…সামনে দেখি ভালো কিছু হয় না কি।’

বাংলাদেশের বাঁ হাতি স্পিনে সাকিবের পরই তাইজুলের অবস্থান। তবে সাকিব থাকাকে অনেক টেস্টে কম্বিনেশনের জন্য খেলা হয়নি তার। আবার সাকিব ও তিনি একসঙ্গেও খেলেছেন অনেকবার। তবে তারকা খ্যাতির জন্য প্রায়ই আড়ালে ছিলেন তিনি। আলোচনায়ও খুব একটা জায়গা করে নিতে পারেননি। ক্যারিয়ারে ৪৮ টেস্টে এসে কোনো আক্ষেপ হয় কি না! এমন প্রশ্নে তিনি বললেন, ‘আমাদের দেশে সত্যি বলতে অনেক কিছুই মুখে মুখে। বিষয়টা হলো- অনেকেই আছে খারাপ করেও ট্রল হতে হতে স্টার হয়ে গেছে। আবার অনেকে ভালো করেও স্টার হতে পারেনি। এরকম অনেক হয়েছে। এগুলো মেনে নিয়েছি। মেনে নেওয়া ছাড়া গতি নেই। ’

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর