রবিবার, মার্চ ১৬, ২০২৫
রবিবার, মার্চ ১৬, ২০২৫
32 C
Dhaka
Homeঅপরাধসেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান আটক

সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান আটক

প্রকাশ: ফেব্রুয়ারি ৮, ২০২৫ ২:৪৬

১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায় কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের ৫নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান (৫৩) তার বাড়িতে বিপুল মাদকদ্রব্য (ইয়াবা) পাচারের উদ্দেশ্যে মজুত রেখেছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে কোস্টগার্ড পূর্ব জোন সেন্টমার্টিন দ্বীপে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন মাদক কারবারি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে বাড়িটি তল্লাশি চালিয়ে ১২ হাজার ২৭৪টি ইয়াবা জব্দ করে।

তিনি আরও বলেন, আটক আসামি ও ইয়াবা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন‌্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবার হাত থেকে রক্ষা করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর