রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
28 C
Dhaka
Homeআইন আদালতএক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেপ্তার

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশ: অক্টোবর ২, ২০২৪ ৩:৪৫

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, নজরুল ইসলামের বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। তাকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

প্রসঙ্গত, নজরুল ইসলাম মজুমদার ২০০৭ সাল থেকে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান পদে ছিলেন। গত ২৯ আগস্ট ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া ২০০৮ সাল থেকে তিনি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান পদে ছিলেন। গত ৯ সেপ্টেম্বর এখানেও পরিবর্তন আসে।

গত ৫ আগস্ট সরকারপতনের পর ব্যাংক খাতের উদ্যোক্তাদের কেউ কেউ আত্মগোপনে চলে যান। নজরুল ইসলাম মজুমদারও ওই সময় থেকে আর প্রকাশ্যে আসেননি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর