বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
31 C
Dhaka
Homeজাতীয়নাশকতা নাকি দুর্ঘটনা, বিষয়গুলো পর্যবেক্ষণ করছি

নাশকতা নাকি দুর্ঘটনা, বিষয়গুলো পর্যবেক্ষণ করছি

প্রকাশ: ডিসেম্বর ২৭, ২০২৪ ৪:০৬

সচিবালয়ের আগুনের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা তা বলার মতো সময় হয়নি, বিষয়গুলো পর্যবেক্ষণ করছি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ের অগ্নিদগ্ধ ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরিদর্শন শেষে বেলা পৌনে ১টার দিকে তারা সচিবালয় থেকে বের হয়ে যান।

ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, নাশকতা নাকি দুর্ঘটনা এই বিষয়ে মন্তব্য করার মতো অবস্থা হয়নি। আমরা এসেছি, বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। তদন্তসাপেক্ষে বাকি কথা বলা যাবে।এর আগে গত ২৫ ডিসেম্বর দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগে। প্রথমে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে, পরে তা বাড়িয়ে ২০ ইউনিট করা হয়। এ সময় সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে শোয়ানুর জামান নয়ন নামের এক ফায়ার ফাইটার ট্রাক চাপায় নিহত হন।

আগুন লাগার পর ধোঁয়ায় পুরো সচিবালয় এলাকা ঢেকে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, দুই প্লাটুন বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্য ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারা ফায়ার সার্ভিসকে সহায়তা বিভিন্নভাবে করেছেন। এ ছাড়া সাধারণ মানুষকেও ঘটনাস্থলের আশপাশে দেখা গেছে।

মন্ত্রীপরিষদ বিভাগের ওয়েবসাইটের তথ্যমতে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর