রবিবার, মার্চ ১৬, ২০২৫
রবিবার, মার্চ ১৬, ২০২৫
32 C
Dhaka
Homeজাতীয়আয়নাঘর শেখ মুজিবের আমল থেকেই শুরু: মাহফুজ আলম

আয়নাঘর শেখ মুজিবের আমল থেকেই শুরু: মাহফুজ আলম

প্রকাশ: ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ২:০০

উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গুম ও আয়নাঘর শুরু হয়েছিল শেখ মুজিবের শাসনামল থেকেই। তিনি বলেন, শেখ মুজিব যে একনায়কতন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিলেন, সেটিই বাস্তবায়ন করেন শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন মাহফুজ আলম।

তিনি বলেন, শেখ মুজিব যেভাবে বিরোধীদের ওপর নির্যাতন করেছেন, শেখ হাসিনাও তাই করেছেন। দেশের মানুষের টাকা খরচ করে প্রশাসনের বিভিন্ন স্তরে গুন্ডা লালনপালন করতেন শেখ হাসিনা।

মাহফুজ আলম বলেন, যে সুন্দর স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা রাজপথে নেমেছে, সে স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি। খুনিদের বিচার নিশ্চিত করতে পারলেই সবার স্বপ্ন পূরণ হবে।

এ উপদেষ্টা আরও বলেন, ‘মানুষের যে চাওয়া ছিল দেশের সংস্কার করা, আমরা তা আজও বাস্তবায়ন করতে পারিনি। সরকারের জায়গা থেকে আমরা বিচার নিশ্চিত করার চেষ্টা করছি।

মাহফুজ আলম বলেন, শুধু নির্বাচন এবং সংস্কার দিয়ে কাজ শেষ হবে না। সরকার যথেষ্ট চেষ্টা করছে নতুন রাষ্ট্র গঠন করার।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর