রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার সাংবাদিকদের এ কথাগুলো বলছিলো
তিনি আরও বলেন, তার ছেলেটার বয়স ৪ বছর, মেয়ের ৩। বাচ্চা দুটি তাদের বাবাকে হারালো। সেটার ক্ষতিপূরণ কীভাবে হবে?
নিহত আবুল কালাম আজাদের শ্যালক সোহাগ আহমেদ বলেন, আবুল কালামের বাসা নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায়। সেখানে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন। আবুল কালাম একসময় মালয়েশিয়ায় ছিলেন। ছয় বছর আগে বিয়ে করে আর মালয়েশিয়া যাননি।
সোহাগ আরও বলেন, দুলাভাই আজ কী কারণে ফার্মগেটে গিয়েছিলেন, তা আমরা জানি না।
এর আগে, রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারী বিয়ারিং প্যাড ছিটকে পড়ে আবুল কালাম ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতের পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এবং পরিবারের একজন কর্মক্ষম সদস্যকে চাকরির সুযোগ দেওয়া হবে।
এ ছাড়া এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


