বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।নিহত আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর ব্যুরো প্রধান ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সাংবাদিক পলাশ প্রধান জানান, মসজিদ মার্কেটের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন এক নারী। ঘটনাটির ভিডিও ধারণ করেন তুহিন। এতেই ক্ষিপ্ত হয়ে তার পিছু নেয় ছিনতাইকারীরা। পাশের একটি মার্কেটের সামনে সুযোগ পেয়েই ধাওয়া দেয়। পরে, ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাসন থানার এসআই জহিরুল ইসলাম বলেন, নিহত তুহিন একজন গণমাধ্যমকর্মী। তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাংবাদিক তুহিন নিহতের ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এই ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত খুনিদের গ্রেফতার করার জন্য প্রশাসনের
কাছে জোর দাবি জানিয়েছেন ।আগামী ৯তারিখ রোজ শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের ডাক দিয়েছেন,উক্ত মানববন্ধনে সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহন করে পতিবাদ করার জন্য আহবান জানিয়েছেন।