শনিবার, জুলাই ১২, ২০২৫
শনিবার, জুলাই ১২, ২০২৫
27.4 C
Dhaka
Homeআইন আদালতজনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত কারাগারে

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত কারাগারে

প্রকাশ: জুলাই ১১, ২০২৫ ৬:৫৯

অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে অর্থ আত্মসাতের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শুক্রবার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ আসামিকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ প্রথমে আসামি আবুল বারকাতকে হাজির করে তিন দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। কিন্তু ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে রিমান্ড শুনানির এখতিয়ার না থাকায় কারাগারে পাঠানোর আবেদন করা হয়।

মামলার নথি থেকে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ধানমণ্ডির ৩ নম্বর সড়ক এলাকা থেকে আবুল বারকাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এজাহার থেকে জানা গেছে, এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অধ্যাপক আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ২০ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক মো নাজমুল হোসাইন।

এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা আত্মসাৎ করেছেন। আসামিদের বিরুদ্ধে ঋণের অর্থ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। গভর্নর থাকাকালে আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে ওই বিপুল পরিমাণ অর্থ ঋণ হিসেবে পাইয়ে দেন।

পরবর্তী সময়ে আতিউর রহমান ও তার সহযোগীরা বিভিন্ন অনৈতিক কৌশল ব্যবহার করে সেই অর্থ আত্মসাৎ করেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর