রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
26 C
Dhaka
Homeআইন আদালতসাংবাদিক তুহিন হত্যায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল

সাংবাদিক তুহিন হত্যায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল

প্রকাশ: আগস্ট ৯, ২০২৫ ৯:২৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (৯ আগস্ট) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় ‘পরিবর্তন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

মো. আসাদুজ্জামান আরও বলেন, এ ঘটনায় সরকারের পক্ষ থেকে যা যা করণীয় তা করা হচ্ছে। যদি আর কোনো অভিযোগ থাকে, তাহলে আরও পদক্ষেপ নেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। অপরদিকে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে অন্তর্বর্তী সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর