শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
28 C
Dhaka
Homeআন্তর্জাতিকনেপাল সেনাবাহিনী দেশজুড়ে নিরাপত্তা বাড়িয়েছে

নেপাল সেনাবাহিনী দেশজুড়ে নিরাপত্তা বাড়িয়েছে

প্রকাশ: সেপ্টেম্বর ১০, ২০২৫ ৬:২৭

নেপালের ইতিহাসে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন। সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৯ জন দুর্নীতিবিরোধী বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় জনগণের ক্ষোভ বাড়তে থাকায় এই পরিস্থিতি তৈরি হয়। এদিকে, মঙ্গলবার রাত থেকেই দেশের মানুষকে নিরাপত্তা দিতে মাঠে নেমেছে নেপালি সেনাবাহিনী। খবর বিবিসির।

মঙ্গলবার ৯/১০/২০২৫ রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয়, যার ফলে কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন স্থানে সরকারি ভবন এবং রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা চালানো হয়।

মঙ্গলবার আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই বিশৃঙ্খলার মধ্যে জেল কর্মকর্তারা জানিয়েছেন যে নেপালের পশ্চিমাঞ্চলের দুটি কারাগার থেকে ৯০০ জন বন্দি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার কারণে বিক্ষোভের সূত্রপাত হয়েছিল। সোমবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ততক্ষণে বিক্ষোভ একটি গণআন্দোলনে রূপ নিয়েছিল।

মঙ্গলবার রাতে নেপালের সেনাপ্রধান এক বিবৃতিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বর্তমান সংকটের সুযোগ নিয়ে সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার অভিযোগ আনেন।

বিবৃতিতে বলা হয়, যদি অস্থিরতা চলতে থাকে, তবে নেপালের সেনাবাহিনীসহ সব নিরাপত্তা প্রতিষ্ঠান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিশ্রুতিবদ্ধ, যা স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা থেকে কার্যকর হয়েছে, যদিও এর বিশদ বিবরণ দেওয়া হয়নি।

প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও, কে তার স্থলাভিষিক্ত হবেন—বা এর পরে কী হবে, তা স্পষ্ট নয়, কারণ দৃশ্যত কেউ এখন দায়িত্বে নেই। কিছু নেতা, এমনকি মন্ত্রীরাও, নিরাপত্তা বাহিনীর কাছে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

এখন পর্যন্ত, বিক্ষোভকারীরা দুর্নীতিবিরোধী বৃহত্তর আহ্বানের বাইরে তাদের নির্দিষ্ট কোনো দাবি জানায়নি। মনে হচ্ছে এই বিক্ষোভগুলো স্বতঃস্ফূর্ত এবং কোনো সংগঠিত নেতৃত্ব নেই।

পার্লামেন্টের ভেতরে, শত শত বিক্ষোভকারী নেপালের পতাকা হাতে নিয়ে ভবনের প্রবেশপথে আগুনের চারপাশে নেচে এবং স্লোগান দিয়ে উল্লাস করছিল।

কিছু বিক্ষোভকারী ভবনের ভেতরেও প্রবেশ করেছিল, যেখানে সব জানালা ভাঙা হয়েছে। বাইরের দেয়ালে গ্রাফিতি এবং সরকারবিরোধী বার্তা স্প্রে করে পেইন্ট করা হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর