ক্রেন দিয়ে দোকানের একটি অংশ ভেঙে প্রকাশ্যেই তুলে নিয়ে যাওয়া হচ্ছে একটি এটিএম বুথ। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 
টিআরটি মিডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, ঘটনাটি যুক্তরাজ্যের। ভিডিওতে দেখা যায়, একদল লোক ক্রেন দিয়ে দোকানের সামনের অংশ ভেঙে এটিএম মেশিনটি বের করে আরেকটি বাহনে করে সেটি অন্যত্র সরিয়ে নিচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চুরির ঘটনার সঙ্গে জড়িতরা সবাই মুখ ঢেকে ঘটনাস্থলে এসেছিলেন। এরপর অল্প সমের মধ্যেই এটিএম মেশিনটি নিয়ে পালিয়ে যান তারা।
এদিকে এটিএম মেশিন চুরির ঘটনায় তদন্তে নেমেছে যুক্তরাজ্য পুলিশ। ইতোমধ্যে ঘটনা সংশ্লিষ্ট তথ্য প্রদানে স্থানীয়দের সহায়তা চেয়েছে পুলিশ।


