বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
28 C
Dhaka
Homeআন্তর্জাতিকশক্তিশালী হারিকেন মেলিসার তাণ্ডবে শিশুসহ নিহত অন্তত ২৫

শক্তিশালী হারিকেন মেলিসার তাণ্ডবে শিশুসহ নিহত অন্তত ২৫

প্রকাশ: অক্টোবর ৩০, ২০২৫ ১:৫৮

প্রবল শক্তিশালী হারিকেন মেলিসা ক্যারিবীয় দ্বীপপুঞ্জজুড়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। বহু ঘরবাড়ি, অবকাঠামো ধ্বংস হয়েছে। পাড়া-মহল্লা প্লাবিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দ্বীপ দেশগুলোর অনেক এলাকাই এখনো বিদ্যুৎবিহীন। যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে অনেক এলাকা।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, জ্যামাইকায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। হাইতিতে নিহত হয়েছেন অন্তত ২০ জন, এর মধ্যে ১০ জনই শিশু।

জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস বলেন, ৮০ থেকে ৯০ শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল, লাইব্রেরি, পুলিশ স্টেশন, বন্দরঘরসহ অন্যান্য সরকারি স্থাপনা।

মেলিসা এখন দুর্বল হয়ে ক্যাটাগরি–১ ঘূর্ণিঝড়ে পরিণত হলেও, তা এখনো তাণ্ডব চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর