শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
26 C
Dhaka
Homeআন্তর্জাতিকফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড, নিহতের সংখ্যা বেড়ে ১৪০

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড, নিহতের সংখ্যা বেড়ে ১৪০

প্রকাশ: নভেম্বর ৬, ২০২৫ ৭:৩৫

ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় কালমায়েগি এবং এর প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সেবু প্রদেশে নজিরবিহীন বন্যায় ঘরবাড়ি ও কন্টেইনার ভেসে যাওয়ায় দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

জাতীয় বেসামরিক প্রতিরক্ষা অফিস ১১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং সেবু প্রাদেশিক কর্তৃপক্ষ নতুন করে আরও ২৮ জনকে মৃত ঘোষণা করায় মোট মৃতের সংখ্যা ১৪০ জন ছাড়িয়েছে। এছাড়াও আরও ১২৭ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস জানিয়েছে, গতকাল বুধবার গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়টি তাণ্ডব শুরু করে। এর প্রভাবে প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫ লাখ ৬০ হাজারেরও বেশি গ্রামবাসী বাস্তুচ্যুত হয়েছেন। প্রায় ৪ লাখ ৫০ হাজার জনকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সেবু প্রদেশে নজিরবিহীন বন্যায় গাড়ি, নদীর ধারের ঝুপড়ি ঘরবাড়ি, এমনকি বিশাল জাহাজের কন্টেইনার পর্যন্ত ভাসিয়ে নিয়ে যায়।

এদিকে, বিপর্যয়কর প্রভাব মোকাবেলা করার সময় দেশটির দুর্যোগ প্রতিক্রিয়া কর্মকর্তারা সতর্ক করেছেন যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আরও একটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় একটি সুপার টাইফুনে পরিণত হতে পারে। এটি আগামী সপ্তাহের শুরুতে উত্তর ফিলিপাইনে আঘাত হানতে পারে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর