মিসরের এক পরিবারের তিন ভাইবোনের জীবনে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। ২০২৬ সালের হজের জন্য লটারির মাধ্যমে তারা একসঙ্গেই নির্বাচিত হয়েছেন।
লাখো আবেদনকারীর মধ্য থেকে পরপর তিন ভাইবোনের নাম ঘোষিত হওয়াকে স্থানীয়রা এক অনন্য সৌভাগ্য হিসেবে দেখছেন।
মিসরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত হজের লটারির ফলাফল ঘোষণার সময় এই আবেগঘন দৃশ্য সৃষ্টি হয়। প্রথমে বোনের নামের পর যখন বড় ভাইয়ের নাম ঘোষণা করা হয়, তখন আবেগে আপ্লুত হয়ে তিনি সিজদায় লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই উচ্চারণ করা হয় দ্বিতীয় বোনের নাম। মুহূর্তেই আনন্দে কেঁদে ফেলেন তিন ভাইবোন ও তাদের পরিবার।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন ভাইবোনের নাম ঘোষণার সময় অনুষ্ঠানস্থলে অত্যন্ত আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সবাই এমন বিরল সৌভাগ্যের মুহূর্তটি তাকিয়ে দেখছিলেন।
মিসরের হজ ব্যবস্থায় প্রতি বছর সীমিত সংখ্যক মানুষকে লটারির মাধ্যমে হজের সুযোগ দেওয়া হয়। এই তিন ভাইবোন ২০২৬ সালে প্রায় ৫০ হাজার মিসরীয় হজযাত্রীর সঙ্গে পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশে যাত্রা করবেন।


