আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা এ হতাহতের খবর নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপির।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, কিয়েভে রাতের হামলায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এ সময় তিনজন শিশুসহ ১৮ জনকে উদ্ধার করা হয়েছে।
জরুরি পরিষেবা আরও জানিয়েছে, হামলা ও ধ্বংসাবশেষ পড়ার স্থানগুলোতে জরুরি পরিষেবার কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। কিয়েভের আশপাশেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর মধ্যে বিলা টসের্কভা এলাকায় একজন নিহত ও একজন ১৪ বছর বয়সী মেয়ে আহত হওয়ার ঘটনা রয়েছে।া
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাত ১১টা থেকে আজ ৭টা পর্যন্ত ২৪৯টি ইউক্রেনীয় ফিক্সড-উইং মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) ধ্বংস করেছে দেশটি।


