বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
27 C
Dhaka
Homeআন্তর্জাতিকইন্দোনেশিয়ায় বন্যার ধ্বংসস্তূপ সরাতে নামানো হলো হাতি

ইন্দোনেশিয়ায় বন্যার ধ্বংসস্তূপ সরাতে নামানো হলো হাতি

প্রকাশ: ডিসেম্বর ১০, ২০২৫ ৬:৪৬

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছে।

অসংখ্য বাড়িঘর ধসে পড়েছে এবং রাস্তাঘাট নিশ্চিহ্ন হয়ে গেছে। এই চরম পরিস্থিতিতে উদ্ধারকাজ ওযোগাযোগ ব্যবস্থা সচল করতে এক বিরল পদক্ষেপ নিয়েছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। যেখানে ভারী যন্ত্রাংশ প্রবেশ করতে পারছে না, সেখানে চলাচলের রাস্তা থেকে বড় বড় গাছের গুঁড়ি এবং ধ্বংসস্তূপ সরানোর কাজে হাতি নামানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

ইন্দোনেশিয়ার বেসরকারি সংবাদমাধ্যম কমপাস টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (বিকেএসডিএ) আচেহ প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা সুমাত্রা দ্বীপে চারটি হাতি পাঠিয়েছে। মূলত ওই অঞ্চলে বন্যার কারণে চলাচলের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় এবং ভারী যন্ত্রাংশগুলো মাটিতে চাপা পড়ায় হাতিগুলোকে কাজে লাগানো হচ্ছে।

এদিকে, দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়াতে এই ভয়াবহ বন্যায় প্রায় ৩২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাস্তুহারা হয়েছেন আরও ১০ লাখ মানুষ। সাম্প্রতিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাওয়ায়, এসব বাস্তুহারা মানুষদের উত্তর ও পশ্চিম সুমাত্রাসহ আচেহ অঞ্চলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

এই মানবিক বিপর্যয়ের কারণে ইন্দোনেশিয়ার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে চীন। দেশটি ইন্দোনেশিয়ায় মানবিক সহায়তা পাঠিয়েছে এবং সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর