মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
22 C
Dhaka
Homeআবহাওয়াঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য দিলেন আবহাওয়া অফিস

ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য দিলেন আবহাওয়া অফিস

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৫ ৯:২৩

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুসারে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (আন্দামান ও নিকবার দ্বীপের দক্ষিণ দিকে) মালাক্কা প্রণালীর ওপরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে যা আগামী ২ দিন উত্তর দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। একইসঙ্গে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলংকার পশ্চিম পাশে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে যা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।

পোস্টে তিনি উল্লেখ করেন, এই দুইটি সিস্টেমের মধ্যে মাত্র একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি শ্রীলংকার পাশে তৈরি হওয়া লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার। সম্ভব্য ঘূর্ণিঝড়টি কেমন পরিমাণে শক্তিশালী হবে ও কোন স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করবে এই বিষয়ে বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল ভিন্ন-ভিন্ন পূর্বাভাস দিচ্ছে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) পর্যন্ত।

ঘূর্ণিঝড়ের আঘাতের বিষয়ে এই আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক আরও লিখেছেন, ঘূর্ণিঝড়টি কোন স্থানের উপকূলে আঘাত করবে তা নির্ভর করবে জেট স্ট্রিমের চলার গতি ও আকাশের উপরে এই অবস্থানের ওপরে। জেট স্ট্রিমের অবস্থানের ওপরে ভিত্তি করে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে শুরু করে মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী যে কোন স্থানের ওপর দিয়ে উপকূলে আঘাত করার আশঙ্কা করা যাচ্ছে। আশা করা যাচ্ছে ২৮ নভেম্বর অধিক নিশ্চয়তা সহকারে জানা যাবে সম্ভব্য ঘূর্ণিঝড়টি কেমন পরিমাণে শক্তিশালী হবে ও কোন স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত করার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

  • কৃষকদের জন্য পরামর্শ

সর্বশেষ পূর্বাভাস অনুসারে সম্ভব্য ঘূর্ণিঝড়টির প্রভাবে ডিসেম্বর মাসের ৪ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত বাংলাদেশের উপরে হালাক থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ফলে জমিতে থাকা পাকা আমন ধান কাটা ও মাড়াই করা শেষ করার পরামর্শ দেওয়া যাচ্ছে ডিসেম্বর মাসের ৩ তারিখের মধ্যে। শীতকালীন শাক-সবজি চাষিরা সম্ভব্য এই বৃষ্টিপাতের কথা মাথায় রেখে বীজ বোনা ও জমিতে সেচ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। ডিসেম্বর মাসের ৩ তারিখ পর্যন্ত জন্য রোদ্দৌজ্জল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে পুরো দেশে।

  • সমুদ্রগামী জেলাদের জন্য পরামর্শ

ডিসেম্বর মাসের ৩ তারিখের পর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়ার শুরু করার আশঙ্কা করা যাচ্ছে। ২ ডিসেম্বরের মধ্যে উপকূলে ফেরার জন্য প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে সমুদ্রে মাছ ধরা সকল ট্রলারকে। ২ ডিসেম্বরের পরে নতুন করে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

  • সেন্টমার্টীন দ্বীপে ভ্রমণ আবহাওয়া পূর্বাভাস

ডিসেম্বর মাসের ৩ তারিখের পর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়ার শুরু করার আশঙ্কা করা যাচ্ছে। ডিসেম্বর মাসের ৩ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত টেকনাফ ও সেন্টমার্টীন  দ্বীপের মধ্যবর্তী সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকার আশঙ্কা করা যাচ্ছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর