শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
28 C
Dhaka
Homeজাতীয়টেকনাফ সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ

টেকনাফ সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ

আপডেট: নভেম্বর ১২, ২০২৪ ৫:১৩
প্রকাশ: নভেম্বর ১২, ২০২৪ ২:৪১

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলছে সংঘাত। সেই সংঘাতের আতঙ্ক এবার ছড়িয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফ সীমান্তে। কিছু দিন মর্টারশেল ও বিস্ফোরণের বিকট শব্দ না থাকলেও সোমবার রাত থেকে আজ ভোর পর্যন্ত আবার থেমে থেমে গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।

সোমবার (১১ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার পূর্ব পাশে মিয়ানমার থেকে ভেসে আসা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে এপারের লোকজন আতঙ্কে রয়েছে।সাবারাং ইউনিয়নের ৯নং ওয়ার্ড (ইউপি) সদস্য আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবারাং ইউপি সদস্য আবদুস সালাম বলেন, রাতে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার ওপারে মিয়ানমারের মংডু শহরের উত্তর পাশ থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা বেলাল উদ্দিন ও কবির আহমেদ বলেন, সোমবার রাত থেকে মিয়ানমার সীমান্তে বিকট শব্দে এপারের মাটি কেঁপে উঠেছে। এতে ভীতিও আতঙ্কে মধ্যে রয়েছি আমরা।

সাবারাং নয়াপাড়ার বাসিন্দা আবুল কালাম বলেন, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ভারী অস্ত্রের শব্দ ভেসে আসে। এতে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়িতে কম্পন অনুভূত হয়। এখানকার মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে।

এই বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কল রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

টেকনাফ ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, জনপ্রতিনিধিরা সীমান্তের বিভিন্ন এলাকায় গোলাগুলি-বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছেন। মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতির কারণে সীমান্ত এলাকায় বিজিবি, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর