বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
22 C
Dhaka
Homeরাজধানীজাতীয় ঈদগাহের পাশে পাওয়া গেলো ড্রামভর্তি খণ্ডিত মরদেহ

জাতীয় ঈদগাহের পাশে পাওয়া গেলো ড্রামভর্তি খণ্ডিত মরদেহ

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৫ ৮:২৮

জাতীয় ঈদগাহ মাঠের পাশ থেকে কয়েক খণ্ড করে দুইটি ড্রামে রাখা একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

আজ ‎বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।খালিদ মনসুর বলেন, আজ দুপুর আড়াইটায় একটি ভ্যানে করে ড্রামগুলো রেখে যাওয়া হয়। ড্রামের ভেতর থেকে কয়েকটি খণ্ড করা একটি মরদেহ উদ্ধার করি। কার মরদেহ সেটি এখনও শনাক্ত করা যায়নি। তবে কে বা কারা ড্রামগুলো রেখে গেছে তা আমরা শনাক্তের চেষ্টা করছি।

জানা গেছে, বিকেলে ড্রামগুলো রাখা দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ড্রামগুলো খুলে প্রথমে চাল দেখতে পায়। চালগুলো মাটিতে ঢেলে দেওয়ার পর ভেতর থেকে মানুষের খন্ডিত অংশ বের হয়ে আসে।

এ ঘটনার তদন্ত করছেন উপপরিদর্শক (এসআই) মাজিবুল আলম। তিনি বলেন, দুটি ড্রামের ভেতর থেকে কয়েকটি খণ্ড হওয়া মরদেহ পাওয়া গেছে। আমরা সিসিটিভির ফুটেজ দেখার চেষ্টা করছি। বিষয়টি তদন্ত করছি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর