বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
22 C
Dhaka
Homeরাজধানীশহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ট্রাব’র শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ট্রাব’র শ্রদ্ধা

প্রকাশ: ডিসেম্বর ১৪, ২০২৫ ৯:৪৬

জাতির শ্রেষ্ঠ আলোকবর্তিকা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন (ট্রাব)।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে সংগঠনের নেতৃবৃন্দ রাজধানীর মিরপুর-১ নম্বর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, আজ ১৪ ডিসেম্বর—১৯৭১ সালের সেই কালরাত্রির স্মৃতি আমাদের হৃদয়ে এখনও রক্তক্ষরণ ঘটায়। জ্ঞান, প্রজ্ঞা ও মননের আলো নিভিয়ে দিতে স্বাধীনতার প্রাক্কালে দেশবরেণ্য বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাঁদের রক্তের বিনিময়েই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তাঁদের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।

নেতৃবৃন্দ আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীরা আমাদের জাতির বিবেক। তাঁদের আদর্শ ও ত্যাগকে ধারণ করেই একটি অসাম্প্রদায়িক, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। তাঁদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি আজিজুল হাকিম, সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান, সংগঠনের উপদেষ্টা দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খাঁন সেলিম রহমান, সহ সভাপতি মোক্তার হোসেন, শফিকুর রহমান, ওমর ফারুক নিলয়, মির্জা আমিন আহমেদ, দপ্তর সম্পাদক মো. সোলায়মান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আলামিন, ক্রীড়া সম্পাদক নিজাম উদ্দিন, বেলায়েত হোসেন, ফয়েজুল্লাহ স্বাধীন, নুরুল হুদা, জিহাদুর রহমান, আব্দুর রশিদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শহীদ বেদীতে পুষ্পার্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও নীরবতা পালন করা হয়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর