বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
27 C
Dhaka
Homeবিশ্বমহাকাশ যানের বড় টুকরা পড়ল প্রত্যন্ত গ্রামে

মহাকাশ যানের বড় টুকরা পড়ল প্রত্যন্ত গ্রামে

আপডেট: জানুয়ারি ৩, ২০২৫ ৬:৫৮
প্রকাশ: জানুয়ারি ৩, ২০২৫ ৪:১৮

মহাকাশ যানের একটি বড় টুকরা কেনিয়ার প্রত্যন্ত গ্রামে পড়েছে। আকাশ থেকে বস্তুটি পড়ায় ওই গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের।

দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যমের বরাতে সিএনএন জানায়, স্থানীয় বাসিন্দারা সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে একটি বিশাল, লাল-গরম বস্তু আকাশ থেকে পড়তে দেখেন।

দেশটির জাতীয় মহাকাশ সংস্থা বিষয়টি জেনে সেখানে তদন্ত দল পাঠায়। পরে কেনিয়া স্পেস এজেন্সি-কেএসএ বুধবার (১ জানুয়ারি) এক বিবৃতিতে বস্তুটি পড়ার কথা প্রচার করে। বিবৃতিতে তারা এটিকে একটি মহাকাশ বস্তুর টুকরো বলে অভিহিত করেছে।

কেএসএ বলেছে, মাকুয়েনির দক্ষিণ কাউন্টির মুকুকুর প্রত্যন্ত গ্রামে বস্তুটি আকাশ থেকে পড়ে। কর্তৃপক্ষ এটিকে হেফাজতে নিয়েছে। বস্তুটি ২.৫ মিটার (প্রায় 8 ফুট) প্রশস্ত এবং ৫০০ কেজি ওজনের। আপাত দৃষ্টিতে এটি ‘স্পেস জাঙ্ক’ বলে মনে হচ্ছে।

প্রাথমিক মূল্যায়ন বলছে, মহাকাশের ধ্বংসাবশেষ সাধারণত সমুদ্রে পড়ে বা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার আগে পুড়ে যায়। পতিত বস্তুটি সম্ভবত একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে এখনো তা তদন্তাধীন।

আরও বলা হচ্ছে, এটি একটি রকেট থেকে বিচ্ছেদ হওয়া রিং। মহাকাশ থেকেই এটি পৃথিবীতে ছুটে আসে। যখন পুলিশ অফিসাররা সোমবার ঘটনাস্থলে আসেন তখনও বস্তুটি গরম ছিল। এটি শীতল না হওয়া পর্যন্ত পুলিশ কাছে যেতে পারেনি। এ সময় দুর্ঘটনা এড়াতে বাসিন্দাদের ঘিরে রাখতে হয়েছিল। পরে পুলিশ ফিতা টেনে রিংটি হেফাজতে নেয়।

কেএসএ বস্তুটি বিশ্লেষণ করছে এবং এটি ঠিক কোথা থেকে এসেছে তা নিশ্চিত করার জন্য কাজ করছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর