শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
22 C
Dhaka
Homeজাতীয়সবাই সবার জন্য দোয়া করি : তারেক রহমান

সবাই সবার জন্য দোয়া করি : তারেক রহমান

প্রকাশ: জানুয়ারি ১৩, ২০২৫ ১:৩১

লন্ডনে দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে খাবার নিয়ে প্রতিদিনের মতো আজও হাসপাতালে এসেছেন ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবায়দা রহমান।

রোববার (১২ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে তারা বাসা থেকে রান্না করা খাবার নিয়ে হাসপাতালে আসেন। এ সময় সংবাদিকরা জানতে চাইলে তারেক রহমান বলেন, ‘সবাই সবার জন্য দোয়া করি’।ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদকেও তাদের সঙ্গে দেখা যায়।

এর আগে শনিবার রাতে খালেদা জিয়াকে দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তখন খালেদা জিয়া তাদের কাছে দেশবাসীর খোঁজ-খবর জানতে চেয়েছেন।

মির্জা আব্বাস বলেন, ‘দেখা হওয়ার পর আমরা খালেদা জিয়াকে সালাম দিয়েছি। স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করেছি। খালেদা জিয়া আমাদের জিজ্ঞেস করেছেন দেশের মানুষ কেমন আছে? দেশের বর্তমান অবস্থা কী? তো দেশ থেকে আমরা মাত্র দুই দিন আগে এসেছি। এখন কোনো পরিবর্তন হয়নি। দেশে একটি নির্বাচনী কথাবার্তা চলছে। এমনই উনাকে আমি জানিয়েছি। তাছাড়া আমরা উনাকে রাজনৈতিক কথাবার্তা বলে বিব্রত করতে চাইনি।’

আফরোজ আব্বাস বলেন, তিনি আমাকে জিজ্ঞেস করেছেন নাতি-নাতনিরা কেমন আছেন? দেশের বর্তমান অবস্থা কী? মহিলা দলের সবাই কেমন আছেন? দেশের মানুষ কেমন আছেন, এ সবই তিনি জিজ্ঞেস করেছেন। আমরা আশা করছি তিনি অচিরেই সুস্থ হয়ে দেশে ফিরবেন।

প্রসঙ্গত, ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এই হাসপাতালে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর