বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
23 C
Dhaka
Homeজেলার খবরলৌহজংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

লৌহজংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

আপডেট: নভেম্বর ২০, ২০২৫ ৮:৩৮
প্রকাশ: নভেম্বর ২০, ২০২৫ ৮:৩৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের আওতায় রবি মৌসুমে ফসল আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিন।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচিতে ৪শ জন কৃষকদের মাঝে বোরো (উফশী) ও বোরো (হাইব্রিড) ধানের বীজসহ প্রয়োজনীয় সার বিতরণ করা হয়। সাথে ১শ ২০ জন কৃষককে বীজ ধান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ-দৌলাসহ মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের বিভিন্ন কৃষিবান্ধব উদ্যোগের ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকরা লাভবান হচ্ছেন। রবি মৌসুমে আবাদ বৃদ্ধির জন্য এই সহায়তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর