বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
24 C
Dhaka
Homeবিশ্বগোপনে সরে গেলেন ডোনাল্ড লু

গোপনে সরে গেলেন ডোনাল্ড লু

প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২৫ ৫:৫৫

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু পদ থেকে বিদায় নিয়েছেন। তিনি ১৭ জানুয়ারি তার মেয়াদ শেষ করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। তবে তার বিদায়ের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না। খবর ডনের।

ডোনাল্ড লু ২০২১ সালের সেপ্টেম্বর থেকে এই পদে দায়িত্ব পালন করছিলেন। তার মেয়াদকালে তিনি বাংলাদেশ, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারকে উৎখাতের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠার পর তিনি ব্যাপক আলোচনায় আসেন।

ডোনাল্ড লু এর আগে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ যেমন নেপাল ও শ্রীলঙ্কায় মার্কিন স্বার্থ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৩০ বছরেরও বেশি সময় ধরে মার্কিন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

২০২৩ সালে ডোনাল্ড লু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও একাধিক মন্তব্য করেছিলেন। বিশেষ করে বাংলাদেশের ২০২৪ সালের নির্বাচন এবং ভিসানীতির বিষয়েও তিনি তার মতামত প্রকাশ করেন। মার্কিন এই কূটনীতিক ২০২৩ সালে ঢাকা সফর করেছিলেন এবং বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা করেন।

তিনি ২০১০-২০১৩ সালের মধ্যে ভারতেও মার্কিন মিশনের ডেপুটি চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি পশ্চিম আফ্রিকায় ইবোলা সংকট মোকাবেলায় দায়িত্ব পালন করেন। ২০১৫-১৯ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে পুনরায় ক্ষমতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর