সোমবার (০৩ ফেব্রুয়ারি) ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। ঘন কুয়াশায় বিমানবন্দরে অবতরণ করতে না পেরে, পাশের দেশ ভারতের কলকাতা নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজের ২টি ও মাসকাট থেকে আসা সালাম এয়ারের একটিসহ ৩টি ফ্লাইট।
ফ্লাইট রাডারের দেয়া তথ্য অনুযায়ী, কুয়েত সিটি থেকে ছেড়ে আসা জাজিরা এয়ারওয়েজের ২টি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা ছিল সোমবার (০৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ও ৫টা ৩০ মিনিটে। এছড়া মাসকাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটটি অবতরণের কথা ছিল ৪টা ৪০ মিনিটে। এই সময়ের মধ্যে ঢাকার আকাশে ঘন কুয়াশা থাকায় দিক পরিবর্তন করে, কলকাতা বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটগুলো। একই কারণে শারজাহ, দুবাই, কলকাতা, সিঙ্গাপুর, জেদ্দা, দোহা থেকে দেরিতে ছেড়ে আসা ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ করে ১ থেকে ৩ ঘণ্টা দেরি করে।
অন্যদিকে ঢাকা থেকেও দেরিতে ছাড়ছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ৩ থেকে ৪টি ফ্লাইট। তবে আইএলএস ক্যাটাগরি উন্নিত করায় ডায়াভার্টের সংখ্যা অনেকাংশে কমে এসেছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইমলাম সাংবাদিকদের বলেন, ঘন কুয়াশার জন্য কয়েকটি ফ্লাইট ডাইভার্ট করে সিলেট ও কলকাতা পাঠানো হয়েছে। সকাল সাড়ে ১০টার পর ডাইভার্ট ফ্লাইটগুলো পর্যায়ক্রমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসতে শুরু করে। পরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে।
এদিকে একসঙ্গে অনেক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের অপেক্ষায় থাকায় বিমানবন্দরের রানওয়েতে কিছুটা ট্রাফিকের সৃষ্টি হয়।