সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
28 C
Dhaka
Homeরাজনীতিবিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া

বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া

প্রকাশ: ডিসেম্বর ১, ২০২৫ ২:৩৭

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ও গণঅধিকার পরিষদের আহবায়ক রেজা কিবরিয়া।

সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন।

এসময় রেজা কিবরিয়া এক প্রতিক্রিয়ায় বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। রেজা কিবরিয়া শুধু তার এলাকা নয়, সারা বাংলাদেশে ব্যাপক ভূমিকা রাখবেন। তার দক্ষতা, মেধা নতুন বাংলাদেশ গড়তে সাহায্য করবে।

বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশি-বিদেশি চিকিৎসকদের মাধ্যমে চলছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, চেয়ারপারসন জিয়া অত্যন্ত অসুস্থ। সারাদেশের মানুষ তার জন্য দোয়া চেয়েছেন। তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন আমরা সেই দোয়া চাই।

মহাসচিব আরও বলেন, অনেক আত্মত্যাগের মাধ্যমে সুযোগ পেয়েছি নতুন বাংলাদেশ গড়ার। সংস্কারের সনদে সই করেছি। নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। গণতান্ত্রিক সমৃদ্ধ সরকার গঠন করতে চাই। কারণ রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিএনপির আছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক আসনে প্রার্থী ঘোষণা করলেও হবিগঞ্জ-১ আসন এখনও ফাঁকা রেখেছে বিএনপি। সূত্রের দাবি, রেজা কিবরিয়া এই আসন থেকেই ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান।

২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগদান করে পরে দলটির সাধারণ সম্পাদক হন। পরে তাকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয়। এরপর তিনি ডাকসুর ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন। সেখানে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু সেখানে তাকে কেন্দ্র করে দলটিও দুই ভাগে বিভক্ত হয়। পরে বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছে রেজা কিবরিয়া।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর