৩ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে তিনটা থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে উপজেলা সদরস্থ সমাবেশস্থলে জড়ো হন। বিপুল জনসমাগমে ফটিকছড়ির প্রধান সড়ক ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বিশাল র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছে। বর্তমান সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।”
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির আদর্শ ও অবদান স্মরণ করে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের শক্তিই আমাদের মূল ভরসা। আগামী দিনে ফটিকছড়ি বিএনপি রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সমাবেশে অন্যান্যদের মধ্যে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
র্যালি ও সমাবেশে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।