সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
22 C
Dhaka
Homeজাতীয়বিমানভাড়া কমায় কমলো হজের খরচ

বিমানভাড়া কমায় কমলো হজের খরচ

প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৮:০৩

আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। ন্যূনতম খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা ধরে হজের একটি নতুন প্যাকেজ ঘোষণা করা হয়। বিমানভাড়া কমায় আগামী বছর হজ পালনে চলতি বছরের চেয়ে খরচ কিছুটা কমছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) হজ প্যাকেজ-২০২৬ ঘোষণা সংক্রান্ত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হয়।

নতুন প্যাকেজসহ এবার সরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। গত বছর ছিল দুটি প্যাকেজ।

আগামী বছরের নতুন প্যাকেজ অনুযায়ী

প্রথম প্যাকেজ: হারাম শরীফ থেকে ৫০০ থেকে ৭০০ মিটারের মধ্যে হোটেল সুবিধা থাকবে, যা হবে সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজ।

দ্বিতীয় প্যাকেজ: হারাম শরীফ থেকে প্রায় ২ কিলোমিটারের মধ্যে, আগের প্যাকেজ-১ এর মতো তবে খরচ কিছুটা কমবে।

তৃতীয় প্যাকেজ: আজিজিয়া এলাকায় আবাসন সুবিধাসহ সাশ্রয়ী প্যাকেজ, যার খরচ হতে পারে প্রায় সাড়ে চার লাখ টাকা।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর