শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
26 C
Dhaka
Homeজেলার খবরকবিরহাটে ট্রাকচাপায় অটোরিকশার নি-হত ৬ যাত্রী

কবিরহাটে ট্রাকচাপায় অটোরিকশার নি-হত ৬ যাত্রী

প্রকাশ: নভেম্বর ৪, ২০২৫ ৫:০১

নোয়াখালীর  সিএনজি চালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুরের কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সামনের এ দুর্ঘটনা ঘটে।

কবিরহাট ফায়ার সার্ভিসের লিডার ফিরোজ আলম ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস কে দেবনাথ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। বাকিদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজন এবং মাইজদী হাসপাতালে নিয়ে যাওয়া দুজন মারা গেছে। সব মিলিয়ে মোট ৬ জন নিহত হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর