বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
28 C
Dhaka
Homeখেলাটানা দুই ম্যাচ জিতে এগিয়ে গেল ভারত

টানা দুই ম্যাচ জিতে এগিয়ে গেল ভারত

প্রকাশ: নভেম্বর ৬, ২০২৫ ৮:২২

ভালো শুরুর পর শেষটা ভালো করতে পারলেন না ভারতের ব্যাটাররা। এতে স্কোরবোর্ডে মাঝামারি একটা পুঁজি দাঁড় করিয়েছিল সূর্যকুমার যাদব-অভিষেক শর্মারা। তবে বোলাররা সেটি নিয়েই লড়াই করল দারুণ। অসি ব্যাটারদের কাঁপিয়ে জয় তুলে নিলো ভারত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলে ভারত। জবাব দিতে নেমে ১০ বল বাকি থাকতে ১১৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এতে ৪৮ রানের জয় তুলেনেয় ভারত। টানা দুই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়া। ২৯ বলে ৩৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন মিচেল মার্শ আর ম্যাথিউ শর্ট। ১৯ বলে ২৫ রান করে আউট ম্যাথিউ শর্ট ফিরলে ভাঙ্গে সেই জুটি। এরপর জশ ইংলিস ১১ বলে ১২ রান করে আউট হন।

অধিনায়ক মার্শও আর বেশি সময় টিকতে পারেনি। ২৪ বলে ৩০ রান করে ফেরেন তিনি। চার নম্বরে নামা টিম ডেভিড ঝড় তুলতে গিয়ে ফেরেন ৯ বলে ১৪ রান করে।

এরপর মোটামুটি ব্যাটিং ধ্বস দেখে অস্ট্রেলিয়া। শেষ ২৮ রানেই সাতটি উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় অজিরা। মার্কাস স্টয়নিস করেন ১৯ বলে মাত্র ১৭ রান। অস্ট্রেলিয়া অলআউট হয় ১১৯ রানে।

ভারতের পক্ষে মাত্র ৮টি বল করেই তিনটি উইকেট শিকার করেন ওয়াশিংটন সুন্দর। দুটি করে উইকেট নেন ডুবে ও অক্ষর।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন ভারতের দুই ওপেনার অভিশেক শর্মা আর শুবমান গিল। ২১ বলে ২৮ রান করে অভিশেক ফিরলে ভাঙ্গে সেই জুটি। শুবমান গিল ফেরেন হাফসেঞ্চুরির কাছে গিয়ে। ৩৯ বলে ৪৬ রান করে নাথান এলিসের শিকার হন গিল।

ভারতের টপঅর্ডারের বাকি দুই ব্যাটার শিভাম ডুবে ১৮ বলে ২২ আর সুর্যকুমার যাদব ১০ বলে ২০ রান করে ফেরেন। এরপর ব্যাটিং ব্যর্থতা দেখে ভারত। অক্ষর প্যাটেল ১১ বলে ২১ বাদে বাকি কেউ বলার মতো কিছু করতে পারেননি।

অস্ট্রেলিয়ার পক্ষে তিনটি করে উইকেট নেন এলিস ও জাম্পা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর