শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
26 C
Dhaka
Homeরাজনীতিনির্বাচনের জন্য, অ্যাটর্নি জেনারেল পদ ছারলেন আসাদুজ্জামান

নির্বাচনের জন্য, অ্যাটর্নি জেনারেল পদ ছারলেন আসাদুজ্জামান

প্রকাশ: নভেম্বর ৫, ২০২৫ ৬:০৬

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে নির্বাচনে অংশ নিবেন।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে তিনি এ কথা জানান। অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহ–১ (শৈলকূপা) আসনে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আরও বলেন, আমি এখনও অ্যাটর্নি জেনারেল আছি। তবে আমি জাতীয় নির্বাচনে ভোট করব, যখন সময় হবে বিস্তারিত জানাব। পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হবেন— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ যাকে মনে করবে তিনি হবেন অ্যাটর্নি জেনারেল।

অ্যাটর্নি জেনারেল বলেন, ঝিনাইদহ-১ থেকে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী মনোনয়ন পাব। যখন সময় হবে তখন পদত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করবো।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল।

অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে মো. আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর