শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
26 C
Dhaka
Homeবিনোদনবিএনপির মনোনয়ন তালিকায় না থাকা শিল্পীরা কে কি বলছেন?

বিএনপির মনোনয়ন তালিকায় না থাকা শিল্পীরা কে কি বলছেন?

আপডেট: নভেম্বর ৫, ২০২৫ ৮:৫৫
প্রকাশ: নভেম্বর ৫, ২০২৫ ৮:৫৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে—অন্তর্বর্তী সরকার এমন ঘোষণা দেওয়ার পর থেকেই নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন। নির্বাচনের আগে সোমবারগুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে বিএনপি ২৩৭টি আসনে একক প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে এই তালিকায় নেই শোবিজ অঙ্গনের কেউই।

বিভিন্ন সময়ে আলোচনায় উঠে আসা কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মনির খান, কনকচাঁপা, অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলসহ অনেকের নামই শোনা যাচ্ছিল সম্ভাব্য প্রার্থী হিসেবে। কেউ কেউ মাঠেও কাজ করেছেন, জনসংযোগ করেছেন। তবুও ঘোষিত তালিকায় নেই তাদের কারও নাম। মনোনয়ন তালিকায় না থাকায় শিল্পীদের কেউ তীব্র প্রতিক্রিয়া না দেখিয়ে জানিয়েছেন সংযত ও ব্যক্তিগত অনুভব।

মনোনয়ন না পেয়ে অভিনন্দন জানালেন মনির খানঃ-

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে মনোনয়ন পাওয়ার আশা করেছিলেন গায়ক মনির খান। স্থানীয়ভাবে প্রচারণাও চালিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি এই আসনে প্রার্থী করেছে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনিকে।

মনোনয়ন না পেয়ে মনির খান হতাশ না হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রনিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, *‘মেহেদী হাসান রনি, অভিনন্দন। ঝিনাইদহ-৩-এ ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।’

কনকচাঁপার আস্থাভরা প্রতিক্রিয়াঃ-

সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়নের প্রত্যাশী ছিলেন সংগীতশিল্পী ও বিএনপির কেন্দ্রীয় নেতা কনকচাঁপা। কিন্তু ঘোষিত তালিকায় তার নামও নেই। দল ওই আসনে প্রার্থীর নাম আপাতত স্থগিত রেখেছে।

মনোনয়ন না পেয়ে তিনি শান্তভাবে লিখেছেন, ‘এই পৃথিবীর কোনো ফয়সালাতেই আমি কিছু ভাবি না। আল্লাহ ভালো বোঝেন আমার জন্য কী ভালো।’

তার এই বক্তব্যকে অনেকেই সামাজিক মাধ্যমে সংযত ও দায়িত্বশীল প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।

চুপচাপ বেবী নাজনীন ও অন্যান্যদের নামও তালিকায় নেইঃ-

২০১৮ সালের নির্বাচনে প্রার্থী হওয়া সংগীতশিল্পী বেবী নাজনীন এবার নীলফামারী-৪ থেকে মনোনয়ন পাননি। ওই আসনে মনোনয়ন পেয়েছেন মো. আব্দুল গফুর সরকার।
একইভাবে আসিফ আকবর, ন্যান্‌সি, হেলাল খান কিংবা শিবা সানুর নামও নেই বর্তমান তালিকায়।

শোবিজ অঙ্গনের কেউ না থাকলেও বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা ঘিরে আগ্রহ এখনো কমেনি। রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসার সম্ভাবনার কথাও বলছেন কেউ কেউ। নির্বাচনের সময় ঘনিয়ে এলে তালিকায় নতুন চমক বা সমন্বয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর