বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
24 C
Dhaka
Homeআইন আদালতনিরাপত্তা জোরদার করা হয়েছে ট্রাইব্যুনাল ও ঈদগাহ এলাকায় 

নিরাপত্তা জোরদার করা হয়েছে ট্রাইব্যুনাল ও ঈদগাহ এলাকায় 

প্রকাশ: নভেম্বর ১১, ২০২৫ ১২:৪১

আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে সম্ভাব্য নাশকতা এড়াতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকেই ট্রাইব্যুনাল ও ঈদগাহ মাঠের প্রবেশমুখে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে পুলিশকে।পুলিশ জানিয়েছে, শেখ হাসিনার মামলার রায় ঘিরে গেল কয়েকদিন ধরেই রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা ছড়াচ্ছে। এ ছাড়া ১৩ নভেম্বর হরতালও ডাকা হয়েছে।

এই পরিস্থিতির জেরে সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসন জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং বার ভবনের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর