বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে প্যারিসে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, আর মাইকেল ওলিসে ও উগো একিটিকে একটি করে।
এদিন ১৭ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ফ্রান্স। বক্সের বাইরে থেকে এমবাপ্পের নিচু শট ঝাঁপিয়ে ঠেকান ইউক্রেইন গোলরক্ষক ত্রুবিন। ৪১তম মিনিটে আরেকটি দারুণ সেভে ত্রুবিন রক্ষা করেন ইউক্রেইনকে।
ব্রাডলি বারকোলার বাঁকানো শট গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ইউক্রেইনের ইয়েহোর নাজারিনা ফ্রান্সের বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে সফরকারীরা। ভিএআর মনিটরে দেখে তাদের দাবি নাকোচ করে দেন রেফারি।
তিন মিনিট পরই উল্টো পেনাল্টি পায় ফ্রান্স। ফাউলের শিকার হন মাইকেল ওলিসে। পানেনকা শটে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। ৭৬তম মিনিটে সতীর্থের পাস পেয়ে বক্সে বাঁ পায়ের শটে ব্যবধান বাড়ান ওলিসে।
৮৩তম মিনিটে কাছ থেকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এমবাপ্পে। ফ্রান্সের হয়ে ৯৪ ম্যাচে এমবাপের গোল হলো ৫৫টি, সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে তার চাই আর দুটি। ৫৭ গোল নিয়ে চূড়ায় আছেন অলিভিয়ে জিরু।
নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে স্কোরশিটে নাম তোলেন দ্বিতীয়ার্ধে বদলি নামা একিটিকে। এমবাপের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে নিচু শটে জালে পাঠান লিভারপুল ফরোয়ার্ড।


