শুক্রবার (১৪ নভেম্বর) রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম মো. আশরাফুল হক (৪২)। তিনি রংপুর বদরগঞ্জের গোপালপাড়ার বাসিন্দা এবং ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ ও আলু আমদানির ব্যবসায়ী ছিলেন।
নিহতের বোন আনজিনা বেগম বাদী হয়ে শুক্রবার শাহবাগ থানায় এই ঘটনায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহত আশরাফুল হকের বন্ধু জরেজুল-কে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ টুকরা মরদেহ ড্রামের ভেতর থেকে উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নীল রঙের ড্রামে টুকরা টুকরা মরদেহ পাওয়া যায়। ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের জানান, আশরাফুল মঙ্গলবার ঢাকায় আসেন এবং বুধবার রাত ৯টা পর্যন্ত পরিবারের সঙ্গে তার কথা হয়। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে।


