শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
27 C
Dhaka
Homeআন্তর্জাতিকট্রাম্প ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করবেন বিবিসির বিরুদ্ধে 

ট্রাম্প ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করবেন বিবিসির বিরুদ্ধে 

প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৫ ১১:৪৭

শুক্রবার (১৪ নভেম্বর) একটি তথ্যচিত্রে তার নিজের বক্তব্যকে ভুলভাবে সম্পাদনা করার কারণে ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচ বিলিয়ন ডলারের (৫০০ কোটি ডলার) ক্ষতিপূরণ প্রদানেরমামলা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমটি সম্প্রতি তাদের কাজের জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চায়, তবে ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়। খবর এএফপির।

এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের বলেন, ‘আমরা যেকোনো জায়গায় এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মধ্যে গণমাধ্যমটির বিরুদ্ধে মামলা করব, সম্ভবত আগামী সপ্তাহে। আমি মনে করি, আমার এটা করা উচিত। তারা (বিবিসি) প্রতারণার বিষয়টি স্বীকার করেছে।’

গত সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী বিবিসিকে একটি চিঠি পাঠায়। চিঠিতে অভিযোগ করে বলা হয়, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল দাঙ্গা নিয়ে তৈরি একটি ভিডিওতে ট্রাম্পের ভাবমূর্তি অবমূল্যায়ন করা হয়েছে। এতে শুক্রবার নাগাদ সময় বেঁধে দেওয়া হয় বিবিসি কর্তৃপক্ষকে যেন তারা ক্ষমা চায় ও ক্ষতিপূরণ প্রদান করে।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে বলেন, ‘যা ঘটেছে তার জন্য যুক্তরাজ্যের মানুষ খেপে গেছে। আপনি কল্পনা করতে পারেন বিবিসি ভুয়া খবর পরিবেশন করে?’

ট্রাম্প বলেন, তিনি বিবিসি ইস্যু নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে কথা বলবেন। স্টারমার অবশ্য গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে তার অবস্থানের কথা জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি এ সপ্তাহের শেষে তাকে টেলিফোন করব। অবশ্য তিনি খুব বিমর্ষ হয়ে আমাকে আগেই ফোন করেছিলেন।’

সোমবার বিবিসি গত বছর প্রচারিত তাদের একটি তথ্যচিত্রের জন্য ক্ষমা চায়। তথ্যচিত্রে এমন ধারণা দিয়েছিল, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ইউএস ক্যাপিটলে হামলার ঠিক আগে তার সমর্থকদের ‘সহিংস পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ভিডিও সম্পাদনা নিয়ে সৃষ্ট এই বিতর্কের ফলে বিবিসির মহাপরিচালক এবং শীর্ষ সংবাদ নির্বাহী পদত্যাগ করেন।

বিবিসি বৃহস্পতিবার জানিয়েছে, তাদের চেয়ারম্যান সামির শাহ প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্ট করে জানাতে হোয়াইট হাউসে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। এতে তিনি বলেন, তিনি এবং করপোরেশন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তৃতা সম্পাদনার জন্য দুঃখিত।

বিবিসি কর্তৃপক্ষ এক বার্তায় বলে, ‘যদিও বিবিসি আন্তরিকভাবে ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদনা করা হয়েছিল তার জন্য অনুতপ্ত, তবুও আমরা দৃঢ়ভাবে এই দাবির সঙ্গে একমত নই যে এখানে মানহানির দাবির কোনো ভিত্তি আছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর