৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। ধারণা করা হচ্ছিল, প্রথম সেশনেই হয়তো টেস্ট জিতে নেবে বাংলাদেশ। তবে আয়ারল্যান্ডের ব্যাটারদের দৃঢ় ব্যাটিংয়ে সেটা আর হয়ে উঠেনি। পঞ্চম দিনে শেষ ৪ উইকেট পেতে প্রায় ৬০ ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে। তবে শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টে ২১৭ রানের বড় ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। এই জয়ে আইরিশদের হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা।
লোয়ার-অর্ডারের ব্যাটারদের লড়াইয়ের পর ১১৩.৩ ওভারে ২৯১ রান করে গুটিয়ে যায় সফরকারী আয়ারল্যান্ড। চতুর্থ ইনিংসে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও তারা হেরেছে ২১৭ রানে। মিরপুরে চতুর্থ ইনিংসে বল খেলার রেকর্ড গড়া কার্টিস ক্যাম্ফার ৭১ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও তাইজুল ইসলাম। মুশফিকের ঐতিহাসিক শততম টেস্ট জয় দিয়েই শেষ করে টাইগাররা।
এর আগে, চতুর্থ দিন ৬ উইকেট হারিয়েও ম্যাচটাকে পঞ্চম দিনে টেনে নিতে সক্ষম হয় আয়ারল্যান্ড। দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড চতুর্থ দিন শেষে ৬ উইকেটে ১৭৬ রান তোলে দিন শেষ করে। জয়ের জন্য তখন তাদের প্রয়োজন ছিল ৩৩৩ রান। ৩৪ রানে কার্টিস ক্যাম্ফার ও ১১ রানে অপরাজিত ছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন।
১ উইকেটে ১৫৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। উইকেটে ছিলেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। সাদমান ৭৮ রান করে আউট হয়ে গেলে মাঠে নামেন শান্ত। তবে এদিনও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি।
দলীয় ২৯৭ রানের মাথায় মুমিনুল হক ১১৮ বলে ৮৭ রান করে আউট হন। এ সময় ৮১ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন মুশফিক। নিজের শততম টেস্ট ম্যাচকে রানে রানে ভরিয়ে দিলেন তিনি। মুমিনুল আউট হতেই ইনিংস ঘোষণা করে দেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের লিড দাঁড়ায় ৫০৮ রান।
জয়ের জন্য ৫০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই পল স্টার্লিংয়ের উইকেট হারায় আয়ারল্যান্ড। ৯ রান করে আউট হন তিনি। ১৩ রান করে আউট হন অ্যান্ডি বালবার্নি। ১৯ রান করে হাসান মুরাদের বলে আউট হন কেড কারমাইকেল।
দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন হ্যারি টেক্টর। ৮০ বলে ৫০ রান করে আউট হন তিনি। লরকান টাকার ৭ রানে আউট হন। ১৫ রান করে আউট হন স্টিনে দোহেনি। চতুর্থ দিনের খেলা শেষে অ্যান্ডি ম্যাকব্রাইন ১১ এবং কার্টিস ক্যাম্ফার ৩৪ রানে অপরাজিত ছিলেন।
এদিকে, নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৭৬ রান করে। আইরিশরা তাদের প্রথম ইনিংসে করতে পেরেছিল ২৬৫ রান।


