মঙ্গলবার (২৫ নভেম্বর) মুম্বাইয়ে এক অনুষ্ঠানে এই প্রতিযোগিতার সূচি ঘোষণা করেছে সংস্থাটি।
সূচি অনুসারে, আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। আর ৮ মার্চ অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল। অন্যদিকে আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি।
এবারের আসরে অংশ নেবে মোট ২০টি দেশ। যাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। নিচে তা দেখানো হলো—
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, নামিবিয়া
গ্রুপ বি: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ওমান
গ্রুপ সি: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল, ইতালি
গ্রুপ ডি: নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত
সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি আইসিসির সহযোগী সদস্য নেপাল ও ইতালি। গ্রুপ পর্ব পেরিয়ে দুই দল জায়গা নেবে কোয়াটার ফাইনালে।
এক নজরে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ কলকাতা
৯ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ইতালি কলকাতা
১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ইংল্যান্ড কলকাতা
১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম নেপাল মুম্বাই


