মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
22 C
Dhaka
Homeজাতীয়প্রবাসীরা একই খামে নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার পাবেন 

প্রবাসীরা একই খামে নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার পাবেন 

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৫ ৯:১৩

নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। তাদের কাছে একই খামে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার পাঠানো হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনের অ্যাপের মাধ্যমে যেসব প্রবাসী রেজিস্ট্রেশন করছেন তাদের কাছে একই খামে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার পাঠানো হবে। গণনার সময় আলাদা করে গণনা করা হবে। এ কারণে দুটি ভিন্ন রঙের ব্যালট পেপার দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রবাসীদের এরইমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আমরা আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি। ক্রমান্বয়ে ৮টি রিজিয়নে ভাগ করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি।

বিফ্রিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ-২০২৫ এর অনুমোদন করা হয়েছে। আজ অথবা কালকের মধ্যে গণভোট অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হবে। গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের।

তিনি বলেন, গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। গণভোটের ব্যালটটা ভিন্ন কালারের হবে, যাতে কেউ বিভ্রান্ত না হয়।

আইন উপদেষ্টা বলেন, সংসদ নির্বাচনের জন্য যেসব রিটার্নিং, সহকারী রিটার্নিং , প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে, ওনারাই গণভোটের একই দায়িত্ব পালন করবেন।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর