সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
23 C
Dhaka
Homeরাজধানীফের ঢাকায় গুলি করে যুবককে হত্যা

ফের ঢাকায় গুলি করে যুবককে হত্যা

প্রকাশ: ডিসেম্বর ১, ২০২৫ ১০:১৮

ঢাকার জুরাইনে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন মিষ্টির দোকান এলাকার আশরাফ মাস্টার স্কুলের পাশে এই হত্যাকাণ্ড ঘটে।নিহত পাপ্পু শেখ (২৬) পেশায় সিএনজি চালক। তিনি স্ত্রী মোছা. জান্নাত ও এক ছেলেকে নিয়ে পূর্ব জুরাইন মিষ্টির দোকান এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসাবাড়ি এলাকায়।

নিহতের বাবা মো. মন্টু শেখ জানান, সন্ধ্যায় পাপ্পু বাসা থেকে বের হওয়ার মাত্র ১০ মিনিট পরই খবর আসে জুরাইন গ্যাস পাইপ আশরাফ মাস্টার স্কুলের সামনে তাকে গুলি করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হয় এবং পরে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত পাপ্পু শেখের বন্ধু মো. সানি জানান, গ্যাস পাইপ এলাকার চিহ্নিত সন্ত্রাসী কানা জব্বারের ছেলে বাপ্পা (৩৫) এবং স্থানীয় কানচি ওরফে ফরমা কানচিসহ কয়েকজন এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।

সানি আরও দাবি করেন, কয়েক দিন আগে বাপ্পার ভাতিজা হিমেলের সাথে পাপ্পুর একটি ঝগড়া হয়েছিল এবং সেই ঘটনার জের ধরেই এই গুলি করার ঘটনা ঘটতে পারে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।

 

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর