মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
21 C
Dhaka
Homeজেলার খবরশঙ্কা রয়েছে শৈত্যপ্রবাহের,আরও তীব্র হতে পারে শীত

শঙ্কা রয়েছে শৈত্যপ্রবাহের,আরও তীব্র হতে পারে শীত

প্রকাশ: ডিসেম্বর ২, ২০২৫ ২:১৭

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে আজ তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৯শতাংশ। আবহাওয়া অফিস জানিয়েছে, জেলায় শীতের তীব্রতা আরও বাড়তে পারে।।

আজ তাপমাত্রা প্রায় ১২ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। স্থানীয়রা বলছেন, অন্যদিনের তুলনায় আজ সকালে ঠাণ্ডা অনেক বেশি।

তালমা এলাকার ভ্যানচালক আজগর আলী বলেন, ‘কয়েকদিন ধরে হালকা কুয়াশা পড়লেও আজ একটু কুয়াশা ও শীতের মাত্রা বেড়ে গেছে। ভ্যান চালালেই পুরো গা ভিজে যাচ্ছে। যাত্রীও নেই। মনে হচ্ছে পুরোদমে শীত পড়া শুরু হলো।’

পথচারী ফাহিম হাসান বলেন, সকালে প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়েছি। অন্যদিনের তুলনায় আজকে খুবই ঠান্ডা। মনে হচ্ছে আজ থেকে শীত বাড়বে।’

জেলা ঘুরে দেখা গেছে, ফসলি জমি ও ঘাসের ডগায় শিশিরবিন্দু জমে আছে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিমেল হাওয়া বইছে। ঘন কুয়াশার কারণে ভোরবেলায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

  • তাপমাত্রার ওঠানামা ও পূর্বাভাস

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত সপ্তাহজুড়ে জেলার তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শীত ধীরে ধীরে নামছে এবং আজ তাপমাত্রা ১২ ডিগ্রির নিচে নেমে এসেছে। তিনি বলেন, ‘সামনে শীত আরও তীব্র হতে পারে এবং শৈত্যপ্রবাহ বইতে শুরু করারও শঙ্কা রয়েছে।’

  • ঢাকার আবহাওয়া

এদিকে রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

  • নদীবন্দরের সতর্কবার্তা

আবহাওয়ার অপর এক পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, আজ ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।

  • বৃষ্টি ও ঘূর্ণিঝড় নিয়ে ৫ দিনের পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামী পাঁচ দিন তাপমাত্রা কেমন থাকবে তা নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গত রোববার (৩০ নভেম্বর) গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। এটি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় সোমবার (১ ডিসেম্বর) দুপুরে (১৩.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮০.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এ অবস্থায় সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. কমতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

  • এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী ঢাকার বাতাস

বাতাসের মান দ্রুত অবনতি হওয়ায় রাজধানী ঢাকার বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান শহরগুলোর তালিকায় ঢাকা আজ তৃতীয় স্থানে উঠে এসেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষণের মাত্রায় শীর্ষস্থানে থাকা দিল্লির বাতাসের মান ৩৯৬ স্কোর রেকর্ড করা হয়েছে। এই মাত্রা নির্দেশ করে, দিল্লির বাতাস এখন ‘বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। সাধারণত এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩০০ এর উপরে গেলেই সেটিকে চরম বিপজ্জনক বা ‘হ্যাজার্ডাস’ হিসেবে বিবেচনা করা হয়। দূষণের এই তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এ সময় ঢাকার বাতাসের মান ছিল ২৫১। ২০০ থেকে ৩০০ এর মধ্যে থাকলে এটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।

শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় ২৬৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা। চতুর্থ স্থানে থাকা ভিয়েতনামের হ্যানয় ও পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের লাহোরের বাতাসের মান যথাক্রমে ১৯৮ ও ১৯৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

  • বিশেষজ্ঞদের পরামর্শ

বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে তাপমাত্রা কমায় ও বায়ুতে আর্দ্রতার পরিমাণ বাড়ায় দূষিত কণাগুলো নিচের দিকে আটকে থাকে। ফলে এই সময়ে সাধারণত ঢাকার বাতাস আরও বেশি দূষিত হয়। বায়ু দূষণের কারণে সংবেদনশীল গোষ্ঠীর (শিশু, বয়স্ক এবং শ্বাসতন্ত্রের সমস্যা থাকা ব্যক্তি) নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এই অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর