বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
27 C
Dhaka
Homeখেলানিষিদ্ধ হল রিয়ালের ৪ ফুটবলার

নিষিদ্ধ হল রিয়ালের ৪ ফুটবলার

প্রকাশ: ডিসেম্বর ১১, ২০২৫ ৯:২৭

রবিবার (৭ ডিসেম্বর) স্প্যানিশ লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে রিয়াল মাদ্রিদের চারফুটবলার লাল কার্ড দেখেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের শাস্তি ঘোষণা করেছে লা লিগা কর্তৃপক্ষ। এই ঘটনার মধ্যে অন্যতম ছিল ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা ডিফেন্ডার দানি কারভাহালও, যিনি মঞ্চেই ছিলেন না কিন্তু রেফারির ওপর চড়াও হওয়ায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন।

ম্যাচের সময় রিয়াল বেশিক্ষণ ১০ জন ও শেষের দিকে ৯ জন নিয়ে খেলতে বাধ্য হয়। ফ্রান গার্সিয়া এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন, কারণ সেলতার বিপক্ষে পরপর দুই মিনিটে তিনি দুইটি হলুদ কার্ড পেয়েছিলেন।

আলভারো কারেরাসকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। মাঠ ছাড়ার সময় রেফারিকে তিনি ‘আপনি খুব বাজে’ বলে আক্রমণাত্মক মন্তব্য করেন, যার কারণে চলতি বছর আর লা লিগায় তার খেলা হবে না।

তবে সবচেয়ে বিতর্কিত ছিলেন বেঞ্চে থাকা এন্দ্রিক, যিনি উত্তপ্ত পরিস্থিতিতে ম্যাচের চতুর্থ অফিসিয়ালকে চিৎকার করেন এবং পরে কোচিং স্টাফদের বাধায় শান্ত হন। এজন্যও তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সব নিষেধাজ্ঞা স্প্যানিশ লা লিগায় প্রযোজ্য হবে, চ্যাম্পিয়নস লিগ বা অন্যান্য টুর্নামেন্টে নয়। বর্তমানে লা লিগায় ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে শীর্ষে রয়েছে ৪০ পয়েন্ট নিয়ে শিরোপাধারী বার্সেলোনা।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর