বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
14 C
Dhaka
Homeপ্রযুক্তিহোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে অসাধারণ ফিচার, যেসব সুবিধা পাবেন

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে অসাধারণ ফিচার, যেসব সুবিধা পাবেন

প্রকাশ: ডিসেম্বর ২২, ২০২৫ ৬:২৪

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাচ্ছে ইনস্টাগ্রামের মতো একটি নতুন ফিচার। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্ট্যাটাস ড্রাফট হিসেবে সংরক্ষণ করতে পারবেন এবং পরে তা সম্পূর্ণ করার সুযোগ পাবেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট WABetaInfo–এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন এই ফিচারটি ব্যবহারকারীদের অসম্পূর্ণ স্ট্যাটাস সংরক্ষণ করার সুবিধা দেবে। ফলে টেক্সট, স্টিকার কিংবা ছবি দিয়ে তৈরি স্ট্যাটাস অসম্পূর্ণ থাকলেও তা ড্রাফট হিসেবে রেখে পরে সম্পাদনা ও প্রকাশ করা যাবে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ফিচারটি হোয়াটসঅ্যাপের বিটা (Beta) সংস্করণে সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য চালু রয়েছে।

এর আগে হোয়াটসঅ্যাপ চ্যাটের ক্ষেত্রে একটি ড্রাফট সেভিং টুল চালু করেছিল, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারেন, কোন কোন চ্যাটে বার্তা লেখা হলেও তা পাঠানো হয়নি।

নতুন ড্রাফট ফিচারটি মূলত স্ট্যাটাস ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করে তুলবে।

WABetaInfo জানিয়েছে, স্ট্যাটাস এডিটরের মধ্যেই এই ড্রাফট অপশন দেখা গেছে, যেখানে ব্যবহারকারীরা অসম্পূর্ণ স্ট্যাটাস সংরক্ষণ করতে পারবেন।

এই ফিচার চালু হলে টেক্সট, স্টিকার কিংবা ছবি—সব ধরনের স্ট্যাটাসই ড্রাফট হিসেবে রাখা যাবে। ইনস্টাগ্রামের মতোই হোয়াটসঅ্যাপের এডিটর উইন্ডোতে একটি আলাদা ড্রাফট সেকশন যুক্ত করা হচ্ছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, স্ট্যাটাস এডিটরে একটি নতুন ‘সেভ’ বাটন যুক্ত করা হচ্ছে। এতে ক্লিক করলেই ব্যবহারকারীরা তাদের অসম্পূর্ণ স্ট্যাটাস ড্রাফট হিসেবে সংরক্ষণ করতে পারবেন।

তবে যেহেতু ফিচারটি এখনো পরীক্ষামূলক বা বিটা সংস্করণে রয়েছে, তাই এটি কবে নাগাদ সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে—সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর