বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
14 C
Dhaka
Homeজেলার খবরসড়ক দখল করে ব্যবসা: মোবাইল কোর্টের অভিযানে জরিমানা

সড়ক দখল করে ব্যবসা: মোবাইল কোর্টের অভিযানে জরিমানা

প্রকাশ: ডিসেম্বর ২২, ২০২৫ ১১:২২

আজ সকাল ১১টায় চট্টগ্রামের হাটহাজারী মহাসড়কের চৌধুরীরহাট বাজার এলাকায় সড়কের জায়গা দখল করেদোকান বসানো ও মালামাল রেখে যানজট সৃষ্টি করায় মোবাইল কোর্ট পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন।

২২ ডিসেম্বর সকালে পরিচালিত এ অভিযানে মোবাইল কোর্টের ৫টি মামলায় মোট ২৩,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে প্রায় ১৫–২০টি অবৈধ দোকান ও বর্ধিতাংশ উচ্ছেদ করা হয়।

এ ছাড়া সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী উঠানামা করানো ও যানজট সৃষ্টির অভিযোগে ৩ নম্বর রুটের এক বাসচালককে আরও ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় বাজার ইজারাদার, বাজার ব্যবসায়ী সমিতি এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে বাজারে নিয়মিত তদারকি, পরিচ্ছন্নতা রক্ষা এবং যানজট নিরসনে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া বাজারের কাঁচাবাজার স্থানান্তরের জন্য উপযুক্ত বিকল্প জায়গা চিহ্নিত করতে ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর