বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
15 C
Dhaka
Homeজেলার খবরহালদা নদীতে মৎস্য সম্পদ রক্ষায় মোবাইল কোর্টের অভিযানে জরিমানা

হালদা নদীতে মৎস্য সম্পদ রক্ষায় মোবাইল কোর্টের অভিযানে জরিমানা

প্রকাশ: ডিসেম্বর ২৫, ২০২৫ ১২:০৭

এশিয়ার একমাত্র মৎস্য হ্যারিটাজ হালদা নদীতে মাছ রক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

২৪ ডিসেম্বর বুধবার রাত ৩টার দিকে পরিচালিত অভিযানে অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজার চালনার মাধ্যমে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ৬ জন ব্যক্তির প্রত্যেককে ৩০ (ত্রিশ) দিন করে কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানা অনাদায়ে আরো ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। অভিযান পরিচালনাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, হাটহাজারী মডেল থানা পুলিশ এবং সংশ্লিষ্টরা সহযোগিতা করেন।
হালদা নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর