শুক্রবার (২৬ ডিসেম্বর) দলটি মুখোমুখি হয় নবাগত নোয়াখালী এক্সপ্রেসের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে
নোয়াখালীকে উড়িয়ে দিয়ে চট্টগ্রাম তুলেছে ৬৫ রানের জয়।
টস জিতে আগে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে। জবাবে ১৬.৫ ওভারে ১০৯ রানে অলআউট হয় নোয়াখালী।
রান তাড়ায় শুরু থেকেই বিপর্যয়ে পড়ে নোয়াখালী। ৩৯ রানে হারায় ৩ উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো হয়নি তাদের। মাত্র ৯ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় নোয়াখালী। ভেঙে পড়ে তাসের ঘরের মতো।
নবাগত দলটির পক্ষে ২৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন মাজ সাদাকাত। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বলে ২৮ রান করেন হায়দার আলী। হাবিবুর রহমান সোহান করেন ৭ বলে ১৫। এই তিনজন ছাড়া বাকিদের কেউই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। আটজনের সম্মিলিত সংগ্রহ ২৩ রান।
চট্টগ্রামের পক্ষে তানভীর ইসলাম নেন তিন উইকেট। দুটি করে শিকার শেখ মেহেদি, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলামের নামের পাশে। আবু হায়দার রনি পেয়েছেন এক উইকেট।
ব্যাট হাতে উদ্বোধনী জুটিতে ভালো শুরু এনে দিতে পারেনি চট্টগ্রামও। বিপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার নাঈম শেখ বিদায় নেন দলীয় ২৯ রানে। মেহেদি হাসান রানার শিকার হওয়ার আগে দুই চারে ১১ বলে ১১ করেন নাঈম।
ওয়ানডাউনে নামা মাহফিজুল ইসলামের ব্যাট থেকে আসে ১২ বলে ১৬ রান। তাকে বোল্ড করেন মাজ সাদাকাত। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি মাহমুদুল হাসান জয়ও। জহির খানকে উইকেট বিলানোর আগে ১২ বলে ১৭ করেন তিনি।
চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদি হাসান অবশ্য ইঙ্গিত দিয়েছিলেন বড় ইনিংসের। ১৩ বলে তিনটি চার ও একটি ছক্কায় ২৬ রান করা মেহেদিকে থামান সাব্বির হোসেন। আবু হায়দার রনিকেও নিজের শিকার বানান সাব্বির। রনির ব্যাট থেকে আসে ৪ রান।
এক প্রান্তে যখন নিয়মিত উইকেট পড়ছিল, অন্যপ্রান্তে তখন অনড় মির্জা বেগ। চট্টগ্রামের ইনিংস একাই টেনে নেন তিনি। স্রোতের বিপরীতে খেলা বেগ আউট হন ইনিংসের শেষ বলে। হাসান মাহমুদের ডেলিভারিতে লেগবিফোরি হওয়া বেগ ৬৯ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৮০ রান করেন।
নোয়াখালীর পক্ষে এক ওভার বল করে ৯ রানে ২ উইকেট নেন সাব্বির। একটি করে উইকেট পান হাসান, রানা, জহির ও সাদাকাত।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম রয়্যালস : ২০ ওভারে ১৭৪/৬ (বেগ ৮০, নাঈম ১১, মাহফিজুল ১৬, জয় ১৭, মেহেদি ২৬, রনি ৪, জিয়াউর ৬*; হাসান ৪-০-২৫-১ , রানা ৪-০-২৯-১, ইহসানউল্লাহ ৩-০-৪০-০, জহির ৪-০-৩৫-১, সাদাকাত ৪-০-৩১-১, সাব্বির ১-০-৯-২)
নোয়াখালী এক্সপ্রেস : ১৬.৫ ওভারে ১০৯/১০ ( সাদাকাত ৩৮, সোহান ১৫, সাব্বির ৫, সৈকত ৪, জাকের ৬, হায়দার ২৮, অঙ্কন ৫, হাসান ০, রানা ২, জহির ১*, ইহসানউল্লাহ ০; শরিফুল ৩-০-১৪-২, রনি ৩-০-১৯-১, মেহেদি ৪-০-১৭-২, তানভীর ৪-০-৩৯-৩, মুকিদুল ২.৫-০-১৮-২)


