শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬
শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬
26 C
Dhaka
Homeরাজধানীঢাকায় শীত নিয়ে আবহাওয়ার নতুন বার্তা

ঢাকায় শীত নিয়ে আবহাওয়ার নতুন বার্তা

প্রকাশ: ডিসেম্বর ২৯, ২০২৫ ৮:১২

ঢাকাসহ সারাদেশে জেঁকে বসেছে শীত। এর মধ্যেই হিমেল হাওয়ার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়ছে। এমন পরিস্থিতিতে ঢাকায় শীত আরও বাড়বে।

সোমবার (২৯ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ সময়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশা বয়ে যেতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, সারাদেশে আগামীকাল (মঙ্গলবার) তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। তবে শীত বাড়লেও কুয়াশা কিছুটা কমতে পারে। সেক্ষেত্রে শেষ বিকেলে সূর্যের দেখা মিললেও মিলতে পারে। যদি সেটা না হয়, তাহলে হয়তো পরশু সূর্য দেখা যেতে পারে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর