শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬
শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬
26 C
Dhaka
Homeজেলার খবরশাহজাদপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শাহজাদপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৫ ৮:৪৬
প্রকাশ: ডিসেম্বর ২৯, ২০২৫ ৮:০৭

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর)উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি একসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফিকা হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মাসুদ রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রবিউল রানা, জনস্বাস্থ্য প্রকৌশলী রিপন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা ইলারা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক (শাহজাদপুর শাখা)-এর ব্যবস্থাপক মো. মনোয়ার হোসেনসহ উপজেলার ১৩টি ইউনিয়নের প্রশাসক ও সচিববৃন্দ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাস্তাঘাটের উন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন বলেন,
“আইন-শৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়। জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতাই পারে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের বিশৃঙ্খলা বা গুজব ছড়াতে দেওয়া হবে না।”

সভা শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর