মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
26 C
Dhaka
Homeখেলাদেখে নিন ২০২৬ বিপিএলের পূর্ণাঙ্গ সূচি

দেখে নিন ২০২৬ বিপিএলের পূর্ণাঙ্গ সূচি

আপডেট: জানুয়ারি ১৩, ২০২৬ ২:০৩
প্রকাশ: জানুয়ারি ১৩, ২০২৬ ১:৫৭

সিলেট পর্ব শেষ হতেই আবার ঢাকায় ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুরুতে তিন ভেন্যুতে খেলার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে চট্টগ্রাম পর্ব বাদ পড়ে; উদ্বোধনী ম্যাচসহ মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সিলেটে। এখন বাকি লিগ ও প্লে–অফের সব ম্যাচ হবে ঢাকায়।ইতোমধ্যেই প্লে–অফের চিত্র অনেকটাই পরিষ্কার। সিলেট পর্বের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারানোর পর রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্স—এই তিন দলের শেষ চারে জায়গা নিশ্চিত হয়েছে। ঢাকায় লিগ পর্বের বাকি ম্যাচগুলোতে মূল লড়াই থাকবে আর একটি প্লে–অফ টিকিট নিয়ে।

বর্তমান পয়েন্ট টেবিলে রাজশাহী ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। চট্টগ্রাম ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, আর সিলেট রয়েছে শীর্ষ তিনে। বাকি দলগুলোর মধ্যে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস—এই তিনের মধ্যে চতুর্থ স্থানের লড়াই জমে উঠবে ঢাকায়।

লিগ পর্ব (ঢাকা)


      তারিখ                                       ম্যাচ                                               সময়           ভেন্যু

১৫ জানুয়ারি              চট্টগ্রাম রয়্যালস vs নোয়াখালী এক্সপ্রেস   দুপুর ১টা ঢাকা
১৫ জানুয়ারি              রাজশাহী ওয়ারিয়র্স vs সিলেট টাইটান্স   সন্ধ্যা ৬টা ঢাকা
১৬ জানুয়ারি              রংপুর রাইডার্স vs ঢাকা ক্যাপিটালস   দুপুর ২টা ঢাকা
১৬ জানুয়ারি              চট্টগ্রাম রয়্যালস vs রাজশাহী ওয়ারিয়র্স   সন্ধ্যা ৭টা ঢাকা
১৭ জানুয়ারি              রংপুর রাইডার্স vs নোয়াখালী এক্সপ্রেস   দুপুর ১টা ঢাকা
১৭ জানুয়ারি              চট্টগ্রাম রয়্যালস vs ঢাকা ক্যাপিটালস   সন্ধ্যা ৬টা ঢাকা

 

প্লে–অফ (ঢাকা)


       তারিখ                                                   ম্যাচ                                            সময়

১৯ জানুয়ারি এলিমিনেটর (৩য় বনাম ৪র্থ) দুপুর ১টা
১৯ জানুয়ারি কোয়ালিফায়ার–১ (১ম বনাম ২য়) সন্ধ্যা ৬টা
২১ জানুয়ারি কোয়ালিফায়ার–২ সন্ধ্যা ৬টা
২৩ জানুয়ারি ফাইনাল সন্ধ্যা ৭টা

Advertisementসব মিলিয়ে ঢাকায় ফিরে শেষ ধাপে প্রবেশ করছে বিপিএল। লিগ পর্বে শেষ ছয় ম্যাচেই নির্ধারিত হবে প্লে–অফের শেষ টিকিট, এরপর ১৯ জানুয়ারি থেকে শুরু হবে শিরোপার লড়াই।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর